অন্তত এটা তো তোমায় জানতেই হবে  
যে কোথায় গিয়ে তোমায় থামতে হবে ।
পাহাড়ে যদি শুধু উঠতেই থাকো, তবে  
না থামলে ঠিকই ওপারে নামতেই রবে !  


কাঁধে তুমি কতটা সইতে পারো বোঝা,  
বোঝা বহনের আগেই তো উচিৎ বুঝা !
নচেৎ কোমর কি আর পরে হবে সোজা ?
না জানলে জানাবে নাসিরুদ্দিন হোজা ।


প্রশংসায় থাকে বটে আপাতকালীন সুখ,  
তারপরেও কি সদা দেখানো যায় ঐ মুখ ?
সেলিব্রেটির জানো জীবন সায়াহ্নের দুখ,
পেয়ে হারিয়ে দেখো না মনের কি অসুখ !


তোমার একটা সীমা আছে যেও না ভুলে,  
রয়ে সয়ে খাও রয়ে সয়ে, খেও না সমূলে ।  
লাভের লোভে সত্ত্বা দিওনা অপাত্রে তুলে,
নিজের অভাব কাউকে ভুলে বল না খুলে ।  


রচনাকালঃ- রাত- ১২.৫০টা সোমবার, ২৮ বৈশাখ ১৪২৭,
১৭ রমজান ১৪৪১, ১১ মে ২০২০, মিরপুর, ঢাকা ।