১০ ( সুযোগ )  


সুযোগ এসে দরজায় ছোট্ট করে কড়া নেড়ে যায়
যে পাবার সবচেয়ে উপযুক্ত তারে শুধু সেই পায়
সে আসেনা বারবার
জীবনে দু চার বার
সবরের মধ্যে থাকো কান পেতে তার অপেক্ষায়।।  


১১ ( ক্ষুদ্র ঋন )  

স্বাবলম্বী হওয়ার আশায় কর যদি ক্ষুদ্র ঋনের সাথে দোস্তি
দম ফেলার পাবেনা সময় নিত্য করবে কিস্তির সাথে কুস্তি
ভেবনা আর উপরে উঠবে
দিনে দিনে দেনায় ডুববে
চক্রে পরে ঘুরবে, ঘৃনায় জীবন ভরবে পাবেনা মোটেও স্বস্তি।।