বাংলার আকাশের চির অন্ধকার
বিদূরণে উদিত হয়েছিল যে রবি ।
তারই আলোতে চন্দ্রের জোছনা
হয়ে প্রতিভাত হল কত না কবি !


বাঙালী পরিচয়ে শিরদাঁড়া খাড়া
করে তাই তো বিশ্বে করছি গর্ব ।
জাতি বলেও পাচ্ছি খ্যাতি পাচ্ছি
নোবেল কেউ করেনা সম্মান খর্ব ।  


সুস্থ বিনোদন জীবনদর্শন দিতে  
তিনি ছিলেন প্রকৃতই সব্যসাচী ।  
সাহিত্য সম্ভারে মন দিলে আজো
রবির কিরণ ধারন করে যে বাঁচি ।


সেই তালগাছ হয়েই এক পায়ে
দাঁড়িয়ে আজো সবাকে ছাড়িয়ে ।
সোনারতরীতে রাশি রাশি ফসল
তুলে চলেন আজো হাত নাড়িয়ে ।


রবির উদয়নের দিনে সংগোপনে
উজারিত হৃদয়ে জানাই শ্রদ্ধাঞ্জলি ।  
হে রবি তোমার কিরণে বিকিরণ
করে সকল বাঙালী যেন পথ চলি ।


রচনাকালঃ- রাত-৯.১৯টা শুক্রবার,
২৫ বৈশাখ ১৪২৭, ১৪ রমজান ১৪৪১,
৮ মে ২০২০, মিরপুর, ঢাকা ।