প্রতিবেশীর পুড়ছে বাড়ি        কেন বন্ধু করছিস দেরি
               তাতে আলু পোড়াতে জলদি দাও
কে মরে আর কে বাঁচে         দরকার কি দেখতে যাচে
               তোর পেটটা ভরাও পেটটা ভরাও ।


নিজে বাঁচলে বাপের নাম       তুই কর গিয়ে তোর কাম
               আনন্দে খাও দাও গাও গোবিন্দ
কর সুযোগের সদ্ব্যবহার        লুটেই গড় অর্থের পাহাড়
               ধন হলে মহাজন, কে বলে মন্দ ?


এমন স্বভাব এখন যার         বন্ধু কদর তো বেশী তার
              পারো তো ঝোপ বুঝে কোপ মারো  
সৎগিরিটা শিকেয় তুলো       ঐ নীতি ধর্ম আদর্শ ভুলো
              অর্থ থাকলে খ্যাতি মিলবে হাজারো ।
              
শিক্ষা দীক্ষা কিসের কি         থাকতে কত চোখ ভেল্কি  
              বড় নেতার বদান্যে হবে জননেতা
শিখবে শুধু ধাপ্পাবাজি           গড়গড়িয়ে কর গলাবাজি  
              হবে তবে দেশ ধ্বংসের বড় হোতা ।


ব্যস তাতে কেল্লাফতে         হয়েও গেলে সেরা জগতে  
             তোকে লুফে নেবে বিদেশী গোয়েন্দা
দেবে নর্তকী নিরাপত্তা         পাহারা দেবে তাগড়া কুত্তা
              কি যায় আসে বোকা জনতার নিন্দা !


রচনাকালঃ- রাত-১২.২৫টা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪২৭,
২৫ রমজান ১৪৪১, ১৯ মে ২০২০, মিরপুর, ঢাকা ।