ভুল থেকে শিক্ষা
---------------------------------------
--------শিব পদ রায়
ভুল থেকে শিক্ষা নেওয়া উচিৎ
কথা অতীব সত্য,
কেহই নয়গো ভুলের উর্ধ্বে
জানিও তুমি নিত্য।
যদিও হয় বারবার ভ্রান্তি
হবে না ধৈর্যচ্যুতি,
লক্ষে পৌঁছে যাবে নিশ্চিতভাবে
ধৈর্যতেই উন্নতি।
যে কোনো বিষয়ে সতর্ক থাকা
অতি গুরুত্বপূর্ণ,
অঙ্কুরেই বিনষ্টের স্বীকার
না হয় দম্ভ চুর্ণ।
হেলায় ফেলে রাখা ঠিক নয়
বিপদ আসে ঘরে,
ভ্রমের মাশুল সারাজনম
দু:খ জীবন ভরে।
আর আসবো কি ফিরে সংসারে
মানব জনম কবে?
চুরাশি লক্ষ যোনি ভ্রমণেই
দূর্লভ জন্ম তবে।
আমি অধম দুনিয়ায় আসা
সবই হলো বৃথা,
সবার চরণে প্রণতি মোর
ক্ষমা করো ব্যর্থতা।
একদিন ছেড়ে চলেই যাবো
দূরের ঠিকানায়,
জ্বালাবো না আর কাউকে আমি
ভুলে যেও আমায়।
তাং-২০/০৬/২৫ ইং