মিথ্যুক
-----------------------------------
------শিব পদ রায়
একদা যদি কেউ মিথ্যুক হয়ে যায়,
জন্মের মত বিশ্বাসযোগ্যতা হারায়।
তাকে আর কখনো করে না সমাদর,
বিনিময়ে পায় অনাস্থা চোগলখোর।
রাখাল বালক বারবার বাঘ বলে,
তামাশা করে পাশের লোক ছুটে এলে।
সত্যিকারের ব্যাঘ্র যখন ঘিরে ধরে,
কেউ এলো না রক্ষিতে খেয়ে ফেলে তারে।
মিথ্যাবাদিকে সবাই ঘৃণা করে,
পাপের শাস্তি প্রাপ্তি ঘটে একটু পরে।
যেখানে যায় অসম্মানে ভূষিত হয়,
কেহ ভালবাসে নাতো মরে দুশ্চিন্তায়।
আমরা মিথ্যুককে না বলি ঘটা করে,
মোরা সামাজিক আন্দোলন তুলি গড়ে।
অসৎ পরিহার করে চলবো সুপথে,
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যমতে।
তাং- ১৮/০৬/২৫ ইং