ঠিকঠাক মতো কাটছিল জীবন
ওপার থেকে নাকি করোনার আক্রমণ
দেশকে রাখতে ভালো
সরকার তাই লকডাউন দিলো
শব্দই শুনেছি প্রথমবার
লকডাউন দেখি আজব ব্যাপার
ঘর থেকে যেতে পারবোনা বাহিরে
থাকতে হবে ঘরে
অপরাধ না করেও আসামি আমি বন্দি কারাগারে
এই কেমন জীবন ভাই বলো
লাগছেনা আর ভালো!
বাহিরে যাই চলো
পুলিশ কাকুর ডান্ডার বাড়ি খেয়ে
ফিরতে পারিনি বাড়িতে নিজের পায়ে
উফ! বড্ড লেগেছিল
ঘরের মধ্যে হয়েছি বন্দি
খুঁজে পাইনি বাহিরে যাবার ফন্দি
বাহিরে গেলে কাকুর কথা মনে হয়
এখন তাই ফেসবুক চালিয়ে কাঁটাই সময়
টাইমলাইনে ঘুরতে ঘুরতে আমি খুব বিরক্ত
একি পোস্ট পড়তে পড়তে আর লাগেনা ভালো
হঠাৎ করে অচেনা এক মেয়ের ফ্রেন্ড রিকুয়েস্ট এলো
মেয়ের প্রোফাইল দেখে আমি পুরাই মুগ্ধ
এতো সুন্দর মেয়ে আমায় রিকোয়েস্ট পাঠালো
এই ভেবে নিজেকে খুব সুদর্শন লাগলো
খুশির ঠেলায় রিকোয়েস্ট একসেপ্ট করলাম
মনে মনে বন্ধুত্বের হাতটি বাড়িয়ে দিলাম
কিছুক্ষণ পর মেয়েটি হায় লিখে পাঠালো
তা দেখে বাংলায় একটি প্রবাদ বাক্য মনে হলো
টিনের চালে কাক আমিতো পুরাই অবাক
আমি উত্তরে বলি আপনি কি চেনেন আমায়?
সে বলে অপরিচিতা থেকে তো পরিচিত হয়
এই শুরু তার সাথে কথা বলা
মিষ্টি মিষ্টি কথা থেকে দুষ্টু কথা পথ চলা
দেখতে দেখতে লকডাউন প্রায় শেষ
তার কাছে আবদার করি চলো না দেখা করি শেষমেশ
চলে আসো তুমি শহীদ মিনারে
দেখা হবে বহুদিন পরে
সবসময় তো কথা হয় ম্যাসেঞ্জারে
প্রথমবার দেখা হবে তোমার সাথে
অনুভূতি ছিলো আকাশচুম্বী
প্রথম দেখা আমি হতভম্বী
রত্না থেকে রত্ন
মামা তুমি কেন করলে এই অঘটন
ভাগ্নে তোকে কি করে বোঝাই
তোকে আটকে রাখা বড়ো মুশকিল হয়ে দাঁড়ায়
তাই বেড় করি এই ফন্দি
লকডাউনের প্রেমে তুই ঘরে বন্দি
হা হা হা