এমন আধাঁর হয়নি কবু
   আমার আপন নীড়,
দেখবে সবাই কান্না চোখে
    থাকবে শুধুই ভীড়..।


কবর নামের ঐ বাগিচায়
    হবে যে মোর ঘর,
ছেড়ে যাবো সবই মায়া
      হবে আপন পর..।


এই দুনিয়ার সবই তো আর
     আমার নইকো আপন,
যতই সম্পদ গড়াইনা কেন
    দেবে যে মোরে দাফন..।


মাটির কায়া রইবে পড়ে
     শূন্যে সবই ছাড়ি,
আপন হবে শেষ ঠিকানা
     ডাকবে কবর তরী...।