আরো গাঢ়ত্ব নামে জীবনে
রংচং-এ সাহিত্য বা চলচ্চিত্র থেকে
আসা উত্তেজনা কমতে থাকে;
আরো গাঢ়ত্ব নামে জীবনে
শেখা উপদেশগুলো উপহাসের মত
পড়ে থাকে পথের ঘাড়ে-কোমরে;
আমরা থিতিয়ে যাই।
আরো গাঢ়ত্ব নামে জীবনে
রংচং-এ সাহিত্য বা চলচ্চিত্র থেকে
আসা উত্তেজনা কমতে থাকে;
আরো গাঢ়ত্ব নামে জীবনে
শেখা উপদেশগুলো উপহাসের মত
পড়ে থাকে পথের ঘাড়ে-কোমরে;
আমরা থিতিয়ে যাই।
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ৫৮টি মন্তব্য এসেছে।
হারিয়ে ফেলি জীবনীশক্তি ইতিহাসের বাঁকে বাঁকে!
অথচ, ইতিহাস থেকে শিক্ষা নিলে
কখনো এমন হতো না।
খুব ভাল লাগল প্রিয় কবি,
শুভ কামনা রইল।
অল্প কথায় বিশাল প্রকাশ। শুভ কামনা কবি
খুব অল্পতেই অনেক কথা লিখে গেলেন কবি। মনে দাগ কেটে গেল।
অসাধারন উপলব্ধি।
জটি লতা,অসাধারন একটি জীবনবোধের কবিতা
উপস্হাপনা করে গেলেন প্রীয় বরেণ্য কবি।
এই সুন্দর কাব্যটি পাঠ করে মুগ্ধ হলাম।
অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রেখে গেলাম।
ভালো থাকুন শুভেচ্ছা রইল।
যৌবনের রঙিন থেকে পথের শেষ প্রান্ত পর্যন্ত ধরা পড়লো বেশ
ভাবনার গাঢ়ত্বে মুগ্ধ হলাম
মুগ্ধ হলাম পরিণত এক অনন্য উপস্থাপনায়
ভালো থাকবেন প্রিয় কবি
আন্তরিক শুভেচ্ছা নিরন্তর।
দারুণ জটি লতা!!!
পাঠেই হলাম মুগ্ধ। অফুরন্ত শুভকামনা
রেখে গেলাম প্রিয় কবির পাতা।
অল্প কথায় সাবলিল প্রকাশ। কবিতার প্রতি শব্দে ভালো লাগা রেখে গেলাম। কবিকে অনেক অনেক শুভেচ্ছা।
দা..রুণ!অনেক শুভেচ্ছা কবি!
গভীর জীবনবোধের ভাবনার প্রতিফলন ঘটিয়েছেন।শুভেচ্ছা ও শুভকামনা রইলো চিরন্তন প্রিয় কবিবর।
সেই দিনের মধ্যে দিয়েই জীবন এগিয়ে চলেছে যখন " উপদেশ সত্যই উপহাসের গাদায়
পড়ে থাকে "
সুন্দর ভাব।
শুভেচ্ছা রইল কবি।
অপূর্ব। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল প্রিয় কবি।
আপনি বরাবরই খুব ভালই লিখে আসছেন সুপ্রিয় কবি বন্ধুবর। আজও এই
কাব্যে একই ভাব। তাই, নতুন করে প্রশংসা করার আর কিছুই নেই আমার ভাইয়া। আ-জীবন এভাবেই সুস্থ্য শরীরে থেকে লেখার ক্ষমতা স্রষ্টা আপনাকে যুগিয়ে যান, এটাই আমার একান্তই কামনা সুপ্রিয় কবি বন্ধুবর। বর্তমানে, আমার শারীরিক অবস্থাটা বেশ খারাপ থাকার কারণে আসর বন্ধুদের সঙ্গে ঠিকমত এ্যাটেন্ট করতে না পারায় অসুস্থ্যতার মাঝ থেকে আরও কষ্ট পাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। শুভেচ্ছা ও ভালবাসা রইল। ভাল থেকে লিখে যান কবি বন্ধু।
বাস্তবের মাটিতে কঠোরতা দেখে ঘাবড়ে যায় বিনোদন। শুধুই মুগ্ধ!
শুভেচ্ছা কবিকে।
জমেইতো ক্ষির হয়। গাঢ় কবিতার জন্য শুভেচ্ছা।
বাড়ে তাই জটিলতা।
অনেক অনেক শুভেচ্ছা।
দারুণ.........
খুব ভালোলাগার সাথে আন্তরিক শুভেচ্ছা রইল।
অভিজ্ঞতার ফল।সুন্দর অনুভূতি।
ভালো থাকবেন,কবি।
অনন্য।
অনবদ্য জীবনমুখী কথাকলি।শুভেচ্ছা-ভালবাসা নিরন্তর কবিবন্ধু ।
সুন্দর...
প্রকৃত জীবনের অভিজ্ঞতার কাছে সাহিত্য, চলচিত্রের মূল্য নিতান্তই বিনোদনের বেশী আর কিছু মনে হয় না, আর হাজার উপদেশ কেবল অকারণ বিধি-নিষেধই মনে হয়।
অনেক শুভেচ্ছা রইল কবির জন্যে।
যতো রহস্যের উম্মচন ঘটবে...ততোই থিতিয়ে পরা...
গভীর অনুভূতির কাব্য কথা ।বেশ ভালো লাগল ।শুভেচ্ছা জানবেন।
যতই জ্ঞান বাড়বে,
নীরবে মন শুনবে!
শুভেচ্ছা অনেক।
অভিজ্ঞতার উর্ধ্ব গতি
যখন ফেরে সুমতি ।
উজ্জ্বল ভাবনার নান্দনিক কাব্যে বিগলিত পরাণ !
প্রিয়কবিকে শুভেচ্ছা অনন্ত , ভাল থাকুন সদা ।
দারুণ উপলব্ধির কাব্য প্রকাশ। অসংখ্য শুভকামনা জানালাম প্রিয় কবিবর।
অনন্য সুন্দর সত্যি মুগ্ধ হলাম
কাব্যিকতায়। ভাল থাকুন প্রিয় কবি সকল সময়।
জীবনের গভীরতা ফুটে উঠেছে কবিতায়।অনন্য উপলব্ধি কবিবর
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.