(আজকের কবিতার উপজীব্য – এক কন্যাহারা পিতার হাহাকার। সন্তান হারাবার বেদনা বোধকরি একজন পিতাই অনুভব করতে পারেন। স্বয়ং রবীন্দ্রনাথও সেই ব্যাথা মর্মে মর্মে পেয়েছিলেন)  


তুই   সোনা মেয়ে আমার
স্মৃতির আড়ালে থাকিস, আয়, কাছে আয়।


আমি যত ডাকি তোকে    তবুও বলে যে লোকে
ফিরে কি আর আসে যে জন
যায়, যায়, যায়
তুই   সোনা মেয়ে আমার।


গৃহ মোর শুন্য আজি     বৃথা স্বপনে
ডাকিয়া ফিরিছি তোকে    গহীন মনে
একদিন তোর ভবে, আমাকেও যেতে হবে
উদাসী পূবালী হাওয়া
বায়, বায়, বায়

স্মৃতির আড়ালে থাকিস, আয়, ফিরে আয়।।
তুই   সোনা মেয়ে আমার।


    


(কবিতা পড়া শেষ হলে জানাই – এই কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ও যে মানে না মানা’ গানটির সুরে ফেলা হয়েছে। এই গানটি কবি রচনা করেন ১৯০৯ সালের মে মাসে। গানটির রাগ-ভৈরবী, তাল-দাদরা)