আসরের সকল কবিদের কাছে ৪টা প্রশ্ন রাখতে চাই -
১) ছন্দ কবিতা লিখতে কি প্রকরণ-বিধি (মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত ও অক্ষরবৃত্ত ছন্দ) মানা খুবই প্রয়োজন? নাকি মনের ভাবকে বিধির বাইরেও ছড়িয়ে দেওয়া যেতে পারে?
২) গদ্য কবিতার-ও কি কোন প্রকরণ-বিধি আছে?
৩) ছন্দ সর্বদা উচ্চারণের সাথে সম্পর্কিত, বানানের সঙ্গে নয় - তোমরা একমত?
৪) মুক্ত ছন্দ কবিদের কাছে কতটা গ্রহণযোগ্য? ২টা উদাহরণ দিই - ক) তোমার হৃদয়ে আমি গরু হয়ে ঘাস খাই ল্যাম্পোস্টকে জড়িয়ে বলি- ডার্লিং খ) তোমার বিছানার ছারপোকা হয়ে নুন খেয়ে যাই তোমার দেহের।
কারো উপরিউক্ত এক বা একাধিক বিষয়ে কিছু জানা থাকলে জানাতে ভুলোনা।
আমার মতে ছন্দসহ অন্ত্যমিল রেখে কবি যদি তাঁর ভাবের গভীরতাকে সঠিক ভাবে তোলে ধরতে পারেন তবেতো অনেক ভালো কিন্তু ভাব ও বোধকে ফোটিয়ে তোলর জন্য যদি ছন্দকে কিছুটা ছাড় দেওয়া লাগে তা দিতে হবে?
বানান তো ঠিকি লেখবেই বানানটা ডিকশনারে থাকতে হবে এমন কথা নয় বার শব্দ অর্থ তাই হবে এমন কথা নয় কবির নিজস্ব শব্দ বা বানান আছে --
২) গদ্য কবিতা ভাবনা ও ক্লাসিক যে কোন পদ্ধতিতে রচিত হতে পারে তবে ক্লাসিক কবিতা যেহেতু অঙ্কের ফর্মুলার ধরণের হয়ে থাকে তাই অনেকেই সঠিক অর্থ উপলব্ধিতে বঞ্চিত হন। ্অনেকক্ষেত্রে গূঢ় রহস্য বোঝানোর জন্য পরোক্ষ ভাব ব্যবহার করা হয়--যা অনেকের কাছেই কঠিন মনে হয়। তবে অমার্জিত ও অর্থহীন শব্দ ও কথা নিশ্চয়ই কোন সৌজন্যবোধক কবিতার ভাষা হওয়া উচিত নয়।
২) গদ্য কবিতা ভাবনাসমৃদ্ধ হওয়া দরকার তবে
এক সাবলীল ছন্দাবেশ থাকলে আরো হৃদয়গ্রাহী হয়!
৩)ছন্দ উচ্চারণ সম্পর্কিত হয়--বানান ব্যাকরণ!
৪)'ক' আর 'খ' আধুনিক গানের ক্ষেত্রে চলনসই
কেননা গান শ্রুতিব্যঞ্জক............কিন্তু কবিতায়
বেমানান!
১) যারা মানার তারা মানুক , আমি মানি না । ভাবের কোন সীমারেখা হয় না ।
২) যাঁরা সমালোচক তাঁরা ভাববেন । আমার কাজ লেখা ।
৩) আমার কাছে যা অনায়াস ও সুখপাঠ্য তাই ছন্দ । বানান সচেতন ভাবে ঠিক রাখা উচিত , যেমন গানে উচ্চারণ ।
৪) লেখার সময় মুক্ত বা বদ্ধ নিয়ে ভাবি না । শুধু কবিতা নিয়ে ভাবি ।
- সর্বশেষে , প্রকৃত কবি / পন্ডিতেরা বেশী জানেন ঠিক । যেমন , প্রশিক্ষক খেলার নিয়ম জানেন অনেক , কিন্তু খেলাটা মাঠে খেলোয়ারকেই খেলতে হয় ।
১) যারা মানার তারা মানুক , আমি মানি না । ভাবের কোন সীমারেখা হয় না ।
২) যাঁরা সমালোচক তাঁরা ভাববেন । আমার কাজ লেখা ।
৩) লেখার সময় মুক্ত বা বদ্ধ নিয়ে ভাবি না । শুধু কবিতা নিয়ে ভাবি ।
- সর্বশেষে , প্রকৃত কবি / পন্ডিতেরা বেশী জানেন । যেমন , প্রশিক্ষক খেলার নিয়ম জানেন অনেক , কিন্তু খেলাটা মাঠে খেলোয়ারকেই খেলতে হয় ।
- তো আমার উত্তর পেয়ে গেলে নিশ্চয়?
ভালো থাকুন ,দেখি অন্য'রা কে কি বলেন।