তোমার পত্র পাওয়ার খানিকটা পরে
ঝিমিয়ে পড়ার ক্রান্তি কালে
আমি যেন এক ক্লান্ত যুবক।
দু’চোখ ভরে ছিলো তোমার স্বপ্ন
আকাঙ্ক্ষার নীল আকাশে
বর্ণিল তারার মেলায় মিছে
খুঁজে ফিরে মন তোমার ধন দৌলত।


ঠিকানাটা ভুল হতে পারতো আনমনায়
ডাক হরকরা ভুগতে পারতো মৌসুমের খরায়
তবুও যদি মেঠো পথে পথ হারিয়ে
যদি গন্তব্য হীন হতো পথ চলা,
হয়তোবা অন্তহীন পথ ধরে চলমান উদাসী পথিক
ডেকে নিতো তারে মন ভোলায়
তাই আজ আমি নিশীথের পথে
হিজলের বনে ঘনঘুট আঁধারে
জোনাকির বিন্দু বিন্দু আলোর ভরসায়
পলক হীন চোখে ক্লান্তি ডাকি
ঘোর নিদ্রায় প্রশান্তি কামনায়।