ওগো আমার প্রেম ভূবনের খেলার সাথী
কোথায় তুমি হারিয়ে গেলে  ফেলে গেলে শুধু সোঁদা মাটি
ভোরের  গগনে জ্বলছে যেন প্রদীপ্ত সূর্য খানা
তোমার আমার প্রেম ভূবনের ছোট্ট কাব্য নামা


বকুল গাছের ঝরা ফুলেতে তুমি গেঁথে দিতে মালা
বানিয়ে নেয়া স্বপন ঘরে দিতে না তো  তালা।
আমার বাড়ীর আঙ্গিনাতে তোমার ছিলো আনাগোনা
মিছে মিছে গড়িয়ে দিতাম তোমার গলার সোনা


ভর দুপুরে পাড়া ঘুমোয় চলছে দারুণ দাবদাহ
বাঁশের ঝাড়ে আবছা ছায়ায় লুকিয়ে থাকার মোহ
দীঘির জলের শীতল তলে দেহ জুড়ানো র ছলে
মাতিয়ে নিতাম প্রহর টুকু লোকে মুখে বলে।


ক্লান্তি শেষে বিজয়ের বেশে ফিরছি আপন ঘরে
সারাদিনের  স্বর্ণ সময় আমায় পাগল করে
ভুলেও তুমি ভোলার ছলে দাওনি কভু ফাঁকি
গগনে আমার  সন্ধ্যাতারা তোমায় নিয়ে আঁকি।


আাঁধার নামে ধরার বুকে স্বপন দেখার রাত
যতন করে রাখতে তুমি ধরে মোর এ দ’দুহাত
অক্ষি যুগল বুজে যাওয়ার সিঁকি সময় আগে
ভালবাসায় তৃপ্ত মনটায় বিরহের সুর বাজে।  


রাত পোহানো র ভোর প্রহরে তুষের আগুন জ্বলে
চাপা ছাইয়ের যাতনাতে মনটা না আজো টলে
ভুলে যদি একটু করে উঁকি দিতো আঁখি
এই অবেলায় সুখের দিনে দিতে না তো ফাঁকি।


শবের যাত্রায় ভারী পায়ে হয়ে টালমাটাল
খেঁই হারিয়ে আবার ফিরি ভবের এই জঞ্জাল
নিরুপায়ে বিধির  বিধান মানতে হয়ে বাধ্য
অবশেষে ক্ষান্ত হলো আমার প্রেম পদ্য।