উনিশ শত পঁচাত্তর সাল
সিলটা অরিজিনাল
থ্রি স্টার তার সাথে
আমার মনে টু স্টার
দোলা দিতে থাকে।


পঞ্চদশ পার হয়ে ষোড়শী
হয়তোবা হবে
চেহারাটা গোলগাল
রংটা প্রভুর দান
ঠোঁট দুটো বাঁকা চাঁদ
নাকটা খাড়া
চোখ দুটো হরিণি
স্রষ্টার স্রজনে নজরকাড়া।


কে গো তুমি বিদেশিনী
আজ আমার পাশে
মোদের সমন্বয় করেছেন প্রভু
জুলাই সাতাশে।