তাকবিরে‌ তাশরিক পড় সবাই
শুধু একবার ওয়াজিব,
তিন বার নাহি আল্লাহু আকবার
লা ইলাহা ইল্লাল্লাহু....।


জিলহাজ‌‌ মাস, নয়‌ তারিখ ফজর হতে শুরু
শেষ তেরো তারিখ‌ আসর।


স্বর্গীয়‌দূত জিবরিল,ভাবী নবি ইসমাইল,
পিতা ইব্রাহিম খলিল,
মহান তিন জনের বাণী চিরস্মরণীয়
করে‌ রাখলেন নবিজি উম্মত‌ তাহাদের তরে।


তাই,ওরে মুসলিম পড় সমস্বরে-
"আল্লাহু আকবার,আল্লাহু আকবার
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।"
ফরজ নামাযের পর সাথে সাথে।


ভুলে গেলে ইমাম তোরা থাকিসনে চুপ
স্বরণ করিয়ে দে তোরা
তাহায় পড়ে উচ্চেঃস্বরে।


# তাশরিক#
   -- এম.এ.ফারুক।