=======================
নির্বোধ হিংসা জেনো ইট ভাটার পোড়া ইট
তবুও একটা ইট ছাড়া হয় না দালান কুঠা-
অথচ এ ইটের দালান কুঠা ভাঙ্গে ঐ
অরঙিন নির্বোধ হিংসা দুয়ারি;


সুতরাং কাকে বা হিসাব করার মেশিন ভাবি-
সেতো একে বারেই চিনে না প্রভু সত্ত্বের
ফসল ভরা উর্বর মাটি; তারপর একদিন
ঠিকি খাবে ইউপোকা মাটির নির্বোধ হিংসা।


এতটুকু ভাবো না কিন্তু কঠিপাথরও ছাড়ো না
অতঃপর আজ কাল তীব্র তুফান তুলো-
আকাশে মেঘমুক্ত ঘটাও না- নির্বোধ হিংসা
অপেক্ষাই আছে শুধু অকপটে দুয়ারি।


০৭ শ্রাবণ ১৪২৬, ২২ জুলাই ১৯
------------------------------