============================
কোন কিছু ভাবতে পারছি না প্রতিদিনের মতো!
অথচ জোনাকির দল আলো জ্বলে নিভু নিভু করে;
দক্ষিণা জানালা বন্ধ মৃদু ঘ্রাণ আর ফিরে আসচ্ছে না।
ভাবনাগুলো সোনালি অতীতেরে ঊড়ন্ত চিল-
আর জলশুকনো কয়ের বিলের ঝরা শাপলাফুল;


তবুও হঠাৎমঠাত শান্তপাঁয়রার ঘুমপারানির ঘোর-
আঁধার ছুঁয়ে যায়- গভীর সমুদ্রঢেউ যেনো শঙ্খচিল!
তারপর দীর্ঘশ্বাস, খোঁজা কিছুক্ষণ ভাবনা বিস্ময়ময়-
ফজরের আযান, ভেসে যায় স্বপ্নদেখা ঘুম- ভেঙ্গে গেলো
প্রভাতফেরি সমস্ত আয়োজন, অতঃপর ভাবনা এপর্যন্ত থাক।


১৬ আষাঢ় ১৪২৬, ৩০ জুন ২০
----------------------------