=================
বহু দূরের শুধু আকাশ সাদা-
কালমেঘ নেই- বৃষ্টি নেই-
তবুও দৃষ্টির ফড়িং ভেজা;
এখানেই মাটির জিন্দা লাশ
অথচ কষ্ট নেই- শোক নেই
বিষন্নতায় দৃশ্যে ধোঁয়া বাতাস;


ঐখানে দক্ষিণার ছোট্র উঠান
হেঁটে গিয়েছিল বসন্ত পাতাল-
বারে বার ফাল্গুনীর কাক তাল;
তবুও ঝরে গেছে কৃষ্ণচূড়া লাল
এখনো গেঁয়ে যায় কাক তাল
গুন গুন- উড়াই গন্ধ সুবাস।


১০ আশ্বিন ১৪২৬, ২৫ সেপ্টেম্বর ১৯
----------------------------------