===========================
আমি কোন কার্তিক গন্ধে মুগ্ধ নয় কারণ
সেতো ফাগ্লুনের গন্ধ সুবাস উড়াইনি!
ধূলবালি নাকে মুখে সারিবদ্ধ বাঁধ, বন্ধ করা সিন্ধুকের
মতো আফসোস প্রণয়ের গীতি ছড়াইনি-
কি করে উড়বে সুগন্ধি বাতাসে নিশ্বাস ভরা প্রণয়
এখন শুধু চৈত্র পুড়া নিঘুম ঘাসের ডগায় ঘাসফড়িং;
অতঃপর গন্ধ নাই শুধু বিদ্বেষ, হিংসা আর
কিছু ঘৃণা- মেঘ শূণ্য চাঁদ নীলাকাশ শুধু একা একা।


০৮ কার্তিক ১৪২৬, ২৪ অক্টোবর ১৯
-------------------------------------