=====================
তুমি না মস্ত বোকা কারণ
কতখানি ভালবাসি জানতে হয় না
দেখতে হয় শুধু কর্ম দায়িত্ব;
তুমি সূর্য শশী বুঝো- কি করে, কি হয়?
তুমি রাতের আঁধার দেখো!
একটা জোনাকি সাথে অনুভূতি উড়াও-
তাহলে ভালবাসাই বুঝো না
অথচ ভালবাসা ভালবাসা করেই যাও
অস্থির বোকা নিজের মাঝে- নদীর
কল কল শব্দধ্বণি শুন- পাখির মিষ্টি গান
প্রকৃতির সোনালী সবুজ ঘ্রাণ-
এতো ভালবাসা তবে কেনো বল ভালবাসো
নিজের ভালাবাসা অন্তর দেখো।


১৭ কার্তিক ১৪২৬, ০২ নভেম্বর ১৯
-----------------------------------