==========================
দেখতে পাও নদীর বুকে স্বচ্ছ জলের কত প্রাণ
কিন্তু জীবনের ঢেউ, জলের মতো স্বচ্ছ হলো কই;
যুদ্ধের কথা সেতো বহু পুরাতন! মৃত্যুর অবধি,
শুনতে হবে ক্ষণিকের কতটুকু পতন- কি অদ্ভুত
এভাবেই শুনতে হবে অসভ্য টিয়া পাখির গান!


কিংবা ঝর্ণা ধারার বিষন্ন মুখের বিরল তান-
ভাবতে শুধু কালোনিশি মেঘের বৃষ্টি নেই
নেই- কোন বিপদ সংকেত, বাষ্প হাওয়াই
উড়ে যদি কখনো জীবনের ঘ্রাণ; তবেই নাকি স্বচ্ছ
নদীর জল, কিংবা মাটির চতুর্ভুজ জুড়ে প্রস্থান।


০৬ ভাদ্র ১৪২৬, ২১ আগস্ট ১৯
----------------------------------