=========================
খুব মনে পড়ে গেলো, শুভেসাদেক
আকাশ, অনেক দিন পর, সে কাছে এসেছিল-
কৃষ্ণচূড়া হাত, লালে- লাল করেছিল!
ফাগ্লুণি বাতাসে ভোরের কি সূর্য তাপ-জেনো
কল্পান্ত হাসি ঘাসের উপর শুধু দুলছিল;
তবুও আবাক দৃষ্টির জল নদীর দিকে হাঁটছিল
এভাবে আর কতোদিন অপেক্ষার ভোর
নিশ্চিয় ঘটবে; হয় তো কেউ জানে না- অতঃপর
আঁধারে পাশে দাঁড়াবে, সত্যই আসবে
কেউ বলবে, হয়তো ঘাসফড়িং বলবে এসেছিল।


২০ অগ্রহায়ণ ১৪২৬,  ০৪ ডিসেম্বর ১৯
--------------------------------------