=========================
যে স্মৃতিগুলো রেখে এসেছি
সবুজ ঘাসে কিংবা রঙধনু কিছু সাদা মেঘে-
দূষ্টির সীমান্ত কিংবা খেলাঘর সাজে
আজ শুধু ভাসমান কিছু ক্লান্তি চোখে
দুরন্তপনা অস্থিরতা কাছে টেনে;
তবুও সময় অথচ বাস্তবতার নিঠুর নিয়তি
কঠিপাথরে বাঁধেছে বাদ- তাও এতটুকু মেনেছি;


নীল আসমান পূর্ণিমার ছায়াবুক হেঁটে যায়-
হেঁটে যায়- জলছাপ মেঘ কিংবা দেহ পাহাড়ে
ঝর্ণাধারা বাই- তারপরও দুঃখকে- সুখ ভেবে-
চঞ্চল স্মৃতির স্থিরতা পাই- জানি ঐ দৃষ্টির অজানাই
থাকবে- এ জীবন চলার পথ আঁকাবাঁকা আফসোস
শুধু একাই কাদামাটির ছবি এঁকে দিবে কেউ-
তবুও জানবো না ঐ স্মৃতির ভিড়ে ভাসছি।


০৪ আশ্বিন ১৪২৬, ১৯ সেপ্টেম্বর ১৯
------------------------------------