======================
রৌদকে চিনেছি- বৃষ্টির রিমঝিম বুঝেছি
আর ঝর্ণার কল কল শব্দ মুখর শুনেছি-
মিশে গেছে ঐ নদীর বুকটি জড়ে-
শুধু চিনিনি- বুঝিনি কিছু বর্ণমালার লঙ্কার;
এতোটাই ঝাঁঝ!মাঝে মাঝে নিশ্বাস হারাবার।


কত বার সাদা মেঘের পিচু ছুটেছি- দলছুট
জমাট বেঁধেছি কালমেঘে ভিজা বৃষ্টি সরূপ;
মাছ ধরা ঠোঁটে বকীটাও উড়ে গেছে
বহুদূর- তবুও একটা চাঁদ খুঁজেছি পূর্ণিমাতে
সোনালী কণ্ঠে গাইবো গান কত না সুরাসুর।


০৭ বৈশাখ ১৪২৬,‍২০ এপ্রিল ১৯
-----------------------------