উল্টে দিলেই পাল্টে যাবে,
এমনটা কি আদৌ ঘটে ?
বিশেষ করে ভাবো যদি
আমাদেরই প্রেক্ষাপটে ?


লঙ্কা গেলেই রাবণ হবেন,
আস্থা যদি এই প্রবাদে,
তবে কেন লাইনে দাঁড়াই
পরব এলেই নির্বিবাদে ?


গু বা গোবর বিষ্ঠা দুটোই,
তার যে কিসের বাছাবাছি!
পাই না ভেবে, তবু তাঁদের
পক্ষ নিয়ে নাচানাচি।


মিথ্যে কথার ছক্কা হাঁকান,
চেনা একই গতে বাঁধা।
তবু কেন নৃত্যে মাতি,
সত্যি এ এক মস্ত ধাঁধা।
      (২৫/০৪/২০২১)