আজ থেকে বত্রিশ বছর আগে,
ভেঙে পড়া আকাশের, ধ্বংসস্তুপের ওপরে দাঁড়িয়ে,
একটি যুদ্ধ শুরু করেছিলাম আমি!
এই যুদ্ধকালীন সময়ের শুরুর দিকে,
বিমর্ষ হৃদয়ে, আহত রাতের অশ্রু জাগানো
কত মুহূর্তকে জড়িয়ে ধরতে চেয়েছিলাম!
অশান্ত বাতাসে, লক্ষ্যহীন উড়ে বেড়িয়েছি রংধনুর বিবর্ণ ছায়া জুড়ে,
অনাহুতের প্রশ্রয়ে ঘোরাফেরা করেছি বহু কাল,
কল্পনাতীত বোধগম্যতায়,
বিগত কথোপকথনের ওপর ভরসা করে,
চেষ্টা করেছি জীবনকে রঙিন করতে, সাজাতে, পারিনি!
কিন্তু আগুন পেটে, সূর্যালোকের কোষ ভেদ করে,
কিভাবে পৃথিবীর ক্ষুধা মেটাতে হয়,
তা আমাকে শিখিয়েছে, দড়ি কাটা বেওয়ারিশ নোঙ্গর!
চিকন সুতোয় ঝুলে থাকা মুহূর্তগুলি চিত্রিত করে,
সময়ের ডাকবাক্সে,
হাজারো চিঠি পোষ্ট করেছিলাম আমি,
কিন্তু ভাগ্যের নিষ্ঠুর হাত, আমার পোষ্টকরা সবগুলি চিঠি,
একে একে ফেরত পাঠিয়েছে আমার ঠিকানায়।
শোকসন্তপ্ত সময়ের প্রস্থান দ্বারের উদ্দেশ্যে
রওনা হওয়া প্রতিবাদী মিছিলটি, আজো চলছে!
পূর্বপুরুষদের শুইয়ে রাখা, প্রান্তিক অক্ষের নির্ধারিত শেষ রেখাটি,
প্রতিদিনের বেখেয়ালের মতো অস্পষ্ট থেকেই হয়তো
যুদ্ধটি থেমে যাবে একদিন
অমীমাংশিত ফলাফলের শোরগোল ছাপিয়ে!