দুঃশাসনের কবলে পড়ে দেশখানা হাঁপায়;
স্বৈরাচার তাকে ফেলে মাইনকা চিপায়;
প্রতিদিন দেশকে ভূতলে দাবায়;
ভাবটা এমন
চলছে যেমন
দেশ যেন এগোচ্ছে কারো বাপের কৃপায়!


ঘরে বসে আঙুল চোষে আত্মঘাতী জাতি;
মীরজাফরী করে যায় তার কিছু জ্ঞাতি;
জনতার জীবনে জ্বলে লাল বাতি;
কাটবে আঁধার
যদি হও বার
ভাঙ্গো দুঃশাসনের দুর্গ কেটে যাবে রাতি!