আকাশে সাদা তুলোর মতো কিছু মেঘ
বেহুদা ঘোরাঘুরি করছিল,
অঙ্গিকারের অন্তর্ভুক্তি থেকে বেড়িয়ে এসে
কিছু বাতাস, ক্রোধী চোখে তাদের দিকে তেড়ে আসে!
খুশির উল্লাসে, তাদের ঝলমলে তরঙ্গায়িত উচ্ছাস
মুহূর্তেই নিভে গিয়ে হয়ে পড়ে বিচ্ছিন্ন!
অভ্যন্তরীণ চোখ, নির্জনতায় আনন্দ খুইয়ে
হারিয়ে যায় কোন সুদূর ছায়াপথে।
ঠিক এই সময়ে একটি ভোর, আকাশ থেকে ছিটকে পড়ে
পৃথিবীর কানের পাশ দিয়ে,
মিলিয়ে যায় দূরতম কোন নক্ষত্রের আঙ্গিনায়!
তারই প্রভাবে,
পৃথিবীতে তখন লজ্জার দরবারে খ্যাতির বিস্ফোরণ ঘটতে থাকে!
হিমশীতল হ্রদের মাঝে, যে অঙ্গীকার ভিজিয়ে রাখা হয়েছিলো,
নিন্দিত জিহ্বার আঘাতে তারাও বোধলুপ্ত হয়ে পড়ে,
বেশ কিছু কান্নাকে খুঁটির সাথে বেঁধে রাখা হয়,
তাই করুণাময় স্বাচ্ছন্দ্যে, মুখ লুকিয়ে জীবন বাঁচায় মরিয়া ক্রোধ!
বিবর্ণ প্রাচীরের ওপারে দাঁড়িয়ে থাকা মুহূর্তগুলি
কুটিল কাকের রাজত্বে,
অতিক্রম করে নিশ্চল অন্ধকার কাল!