জ্বলছে আগুন, নিত্য পণ্যের বাজারটাতে,
চালের মূল্য অসংযমী করোনাতে,
আটা-ময়দা, পেঁয়াজ রসুন,
আলু-পটল, আদা দিগুন রোজার মাসে লম্বা বেগুন!
সবজি বাজার? হাত পুড়ে যায়!
মাছ বাজারের কাছে গিয়ে, দুঃস্থ পকেট ঠায় খাবি খায়!
মাংস কেনা? সেটি আবার কি জিনিসগো?
হয়ে যাবে বাড়াবাড়ি!
বাড়ি ভাড়া না মেটালে, বাড়িওয়ালার কষে ঝাড়ি!
রোজার মাসে বাড়তি একটু ফল-ফলাদি? খেজুর কিবা বেলের পানা!
ধারে কাছে যাওয়া আজকাল বড় গুনাহ!
টিসিবির ঐ গাড়ির লাইনে দাঁড়িয়ে থেকে ঘন্টা তিনেক
চিনি, পেঁয়াজ, ছোলা, মশুর, সয়াবিন তেল লিটার দু’য়েক!
তাতে কি আর পেট চলে ভাই?
পাঁচটি মুখের খানা-পিনা কেমনে জোগাই?
রাস্তা-ঘাটের বিক্রি-বাট্টা? কাষ্টমারের পকেট ফাঁকা!
মানুষ আছে, ক্রেতাতো নেই? রুজির পথটা আকা-বাঁকা!
এইভাবে কি দিন চলে? না জীবন চলে? না দেশ চলে?
জীবন যদি একটু পড়ে পিছলা খেয়ে,
গভীর খাদে পড়বে গিয়ে, বিপদ তখন আসবে ধেয়ে!
মৃত্যু যেন পলে পলে! দুঃসময়টা জীবন দলে!
নিত্য পণ্যে আগুন জ্বলে!