মানুষ করবে ঠিক, কি’বা তারা চায়
খাদ্য, বস্ত্র, শিক্ষা মুক্তি, নাকি বাসস্থান?
শোষণের অধীনতা, কিসে বেশী দায়,
ভেবে চিন্তে বুঝে তারা, নেবে অবস্থান!


শোষণ থেকে নিস্তার, অগ্রে দরকার!
অধীনতা মেনে যদি, খুঁজে ফেরে সুখ,
প্রাপ্ত অধিকারে থাকে, ভয় হারাবার,
যদি চলে যায় বাক্, পাবে সদা দুখ!


মুক্ত চিন্তার ন্যায্যতা, যদি না-ই থাকে
মৌলিক প্রাপ্তি আদায়ে, মাথা নত চুপ!
প্রাপ্য অধিকার তার, খাবে একে একে
সুযোগে শাসক নেবে, স্বৈরাচারী রূপ!


ঠিক করে নিতে হবে, পূর্বিতা আমার!
ভুল হলে ক্ষমা নেই, আখেরে আঁধার।
------------------------------------------------
(শেক্সপীয়ারীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬, মিলবিন্যাস-কখ কখ,গঘ গঘ,ঙচ ঙচ,ছছ)