কিছু বানর, সুশীলত্ব টিকিয়ে রাখতে
এবং ভুক্তাবশেষ নিরবচ্ছিন্ন করতে,
ইন্টেলেকচুয়াল ফ্যাশনের ক্যাপসুলের খোলসে,
বিদ্বেষ এবং ফোবিয়া আক্রান্ত বুদ্ধি পুড়ে,
ফেরি করে বেড়ায় সরল রাজ্যের পথে পথে!
এসব শীল কিংবা সুশীল,
কথিত স্বাধীন ও মুক্তচিন্তার ভণ্ড সাধুরা,
কখনো তিলকে তাল বানিয়ে, সিংহের গর্জন উৎপাদন করে!
আবার বিশ্বাসের কাছাকাছি প্রভুর বেলায়,
তালটাকে অদৃশ্য করে ফেলে
জুয়েল আইচ-এর চেয়েও দুর্দান্ত দক্ষতায়!
তাদের প্রচ্ছন্ন আশকারায় চলতে থাকে,
পাশবিক শক্তির বেপরোয়া আচরণ!
চেতনার সিরাপ খেয়ে, নপুংসক খ্যাতির তেজে,
নিজের পেট ব্যথার জন্যও দায়ী করে বসে বায়বীয় সত্তাকে!
তবে দিন কিন্তু বদলে যাচ্ছে প্রতিক্ষণ, প্রতিসময়ে,
এসব শীলদের পাছায় লাথি মেরে,
গভীর তমসাচ্ছন্ন এই ভয়াবহতা ভেদ করে,
অদৃশ্য কোন শক্তি, আমার বাংলাদেশকে,
দুর্বার গতিতে টেনে নিয়ে যাবে কাঙ্খিত গন্তব্যের দিকে!