অসুর আসরে যৌবন বুনে
বিপণ্ন জননীর শ্বেত কাফন,
জানাজা শেষে গোরস্থানে দেয়
দীপ্ত তেজের শব দাফন!
জীবন আর মৃত্যু লুটোপুটি খায়
চিড়েচেপ্টা জীবন ছন্দ হারায়,
দিনে দিনে মলিন জয়ের নিশান
তিলে তিলে তার লয়টা ক্ষয়,
সময়ের কাঁধে আগামীর লাশ
ধূসর প্রান্তে ধাবিত হয়!
অসুর আসরে যৌবন বুনে
বিপণ্ন জননীর শ্বেত কাফন,
জানাজা শেষে গোরস্থানে দেয়
দীপ্ত তেজের শব দাফন!
জীবন আর মৃত্যু লুটোপুটি খায়
চিড়েচেপ্টা জীবন ছন্দ হারায়,
দিনে দিনে মলিন জয়ের নিশান
তিলে তিলে তার লয়টা ক্ষয়,
সময়ের কাঁধে আগামীর লাশ
ধূসর প্রান্তে ধাবিত হয়!
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ১৮টি মন্তব্য এসেছে।
একদম ঠিক, সময় এর কাঁধে আগামীর লাশ---
খুব সুন্দর কবিতা!
এমনই চলতে থাকুক ভাই।
ভালো থাকো সুস্থ থাক সব সময়।
শুভকামনা রইল সাথে।
দুর্দান্ত!
বাস্তব প্রেক্ষাপটে মনের গভীর ভাবনায় অনন্য কবিতা।
অশেষ শুভেচ্ছা ও শুভকামনা অফুরান প্রিয় কবি।
একদম। দারুন সুন্দর বলেছেন প্রিয় কবি। শুভকামনা নিরন্তর।
দারুণ আবেগময় জীবনমুখী উপলব্ধির প্রতিবাদী কবিতা, ভাল লাগলো, শুভেচ্ছা ও শুভকামনা রইল।
চমৎকার প্রতিবাদী কাব্য। দ্রোহ ফুটে উঠল।
আন্তরিক শুভেচ্ছা জানবেন, কবি বন্ধু।
অন্য কবিরা কি ভাববে জানিনা, কিন্তু আমার ঈর্ষা হচ্ছে এই কবিতাটা পড়ে।
কি ভাবে লিখেন এমন করে? মন্তব্যে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।
দাঁড়ান আরো কয়েকবার পড়ে কাব্য সুধা পান করে নেই।
অপূর্ব ধর্মীয় কাব্য বিচার ,
বিরহ ভাবনায় একাকার ।
মুগ্ধ সুন্দর কাব্যে ।
প্রিয়কবিকে অশেষ শুভকামনা জানাই , ভাল থাকুন সদা ।
কবি একদম অসাধারণ লিখেছেন খুবই ভালো লাগলো ধন্যবাদ।
চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে জীবন ভাবনার দুর্দান্ত কাব্যিক উপস্থাপনা প্রিয় কবি! দারুণ মুগ্ধ হলাম! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
দুর্দান্ত শিরোনাম।
কিন্তু লেখার মধ্যে পাঠ করে আমার যে একটু খটকা লেগে গেলো!
দিনে দিনে মলিন জয়ের নিশান
তিলে তিলে তার লয়টা ক্ষয়" এখানে লয় এবং ক্ষয় শব্দটিই আমার নিকট খটকা। আমার তো মনে হয় দুটোই একই অর্থ বহন করে। আবার আমারও ভুলো বোঝা হতে পারে।
গভীরে অনুভব।। অনন্য সুন্দর এক কাব্যিক প্রকাশ।। ভীষণ ভালো লাগলো।।হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা রইল প্রিয় শ্রদ্ধেয় বরেণ্য কবি।।ভাল থাকবেন সুস্থ থাকবেন সবসময়।।
"এ নিমেষে আছি পরনিমেষে নাই ,
জীবন মৃত্যু পাশাপাশি "!
যথার্থই লিখেছেন কবি ! প্রিয় কবিকে অনন্ত শুভেচ্ছা জানাই !ভালো থাকুন ,সুস্থ থাকুন !
অনন্য অনুভূতির বেশ অনন্য একটি জীবনবোধের কবিতা ।। আজকের দিনটি আপনার ভালো কাটুক ।। ভালো থাকুন সুস্থ থাকুন
অপূর্ব। চমৎকার লিখেছেন কবি । সঠিক কথা । অনেক শুভেচ্ছা রইল কবি ।
তিলে তিলে ক্ষয় লয়, সময়ের কাঁধে আগামীর লাশ, ধূসর প্রান্তে ধাবিত হয়। অসাধারণ কাব্য মন ছুঁয়ে গেলো শ্রদ্ধেয় প্রিয় বরেণ্য কবি। আপনার জন্য অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
জীবন-ই যেন অসুর...
"দীপ্ত তেজের দাফন" একদম ঠিক প্রিয় কবি।
সমসাময়িক সময়ের সাথে খুব যাচ্ছে কথাটা। আর এজন্যই সময়ের কাঁধে অনাগত দিনের লাশ ধুসর প্রান্তেই ধাবিত হবে। অসাধারণ! শুভেচ্ছা জানবেন প্রিয় কবি।
কাধে> কাঁধে।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.