আমি তাঁদের দাঁতভাঙ্গা জবাব দিব
আমি কুয়াশায় দীপ্ত অঙ্গীকার
আমার কথার বিশ্বাস আমি;
আমার দেখা নীরবতার ছায়ায়- অতঃপর তাদের দেওয়া অভিশাপ;
আমার কানের লতি কেহ টান দিবে
ভ্রম আহিব গুঞ্জনে নিস্তার নাহি কারো।
ব্যাপ্ত ধরায় আমার চলার আরো একবার অঙ্গীকার-
ব্যারাকে দাঁড়িয়ে নবাবদাড়ি নয়
পিছনে পড়ে যাবার ভয় নেই।
আমার সত্যতার মালঞ্চকার আমি;
সার্কাসের রংয়ের খেলায় এ ভুবন;
সত্য প্রকাশ করিতে ক্ষণিকের সময় মাত্র
আমি দুর্বাঘাসের ন্যায় তাদের পিষে ফেলব-
তাদেরই দেওয়া বিকৃত খেলা।