তুমি যখন নিষুপ্তির পথে,
আমায় রাতের অবসাদ দেয় না ধরা।
বিধাতার দেওয়া অদৃষ্ট নিয়ে হই অগ্রসর;
হারিয়ে ফেলেছি সে পথ, যে পথ-
সৌমতায় বানানো দ্রোহের খন্ড চিত্র, নির্বাক আমি সে পথে আমার পদাচারণ।
নির্ঘুম আমি প্রতিটি রাতে তন্দ্রাচ্ছন্ন হয়ে ভোরে পাখির কলরব শুনি;
অজস্রবার কাছে আসার ব্যত্যয়ে- হারিয়ে যাচ্ছি এ লোকালয় থেকে।
কলমের ভবিতব্য গড়া, একটি অস্ফুট প্রাণের কথা কি কেউ শুনবে?
অনুরুক্তিহীন, ভীষণ যন্ত্রণা; নিকটে তুমি তবুও মনে হয় দূরে-
অদৃষ্ট শুধু মনে রাখবে তোমার চলে যাওয়াকে
তোমার সনে নেই কোনো অভিমান, নেই আক্ষেপ;
প্রতিটা রাতে নির্ঘুমকে সাথী করে অভ্যস্ত আমি, জীবনে গড়া ব্যর্থতাকে বিন্যস্ত করি ডায়েরির পাতায়।