বুকে পেতে নিলাম
কোনোটা মনে;
একটার পর একটা
ঢেউ আসে...

শুধু আসে না
ফিরেও যায়

ভিজিয়ে যায়
দেহের সাথে মনও,
সাক্ষী থাকে বালিয়াড়ি তীর

জলমগ্ন হয়ে
ছুঁড়ে দিয়েছি কিছু আশা
কিছু অসাধ্য বায়না, সাগরের বুকে

শুনেছি সে কিছু নেয় না
ফিরিয়ে দেয়, বিশ্বাসটুকু তাই

যেখানে ফেনা মিলিয়ে যায়;
জল ফিরে যায়
যেখানে শামুক-ঝিনুকের মৃতদেহ
বালি হয়ে গেছে

সেখানে পড়ে থাকা অবশিষ্টে
জলমগ্ন চোখে
খুঁজে পেতে চায়
চির অসম্ভব এমন অনেক

পায় কিছু জলমগ্ন স্মৃতি, যা অন্যের