মাঝে মাঝেই তোমাকে নাম  ধরে ডেকে যাই
মুখ ঘুরিয়ে যখন তুমি তাকিয়ে  বল ' কি ? '
উত্তর না দিয়ে প্রায়ই শুধু তাকিয়েই থাকি।
বড় বিরক্ত হও তুমি, জানি
তবে জানো ? তবুও কেন ডাকি ?
কারন তোমাকে যে ভালবাসি এত্তোখানি ভাল
প্রতি পল অনুপলে চোখে হারিয়ে তোমায় -
এ'মন শুধু বলে যায় হারাল হারাল।


তোমাকে হারিয়ে আমি সবই যে হারাই,
হারায় পৃথিবী আপনজন, নভ - তারামন্ডল
নীহারিকা ছায়াপথ সব সব যে হারাই।
বড় কষ্ট হয় তখন না দেখে তোমায়।
তাইতো সারা পৃথিবী এড়িয়ে কিচ্ছু না ভেবে
শুদ্ধু তোমাকেই ডাকি, আমি যে তোমাকেই চাই।


রাগ হলেও তোমার বিনা বাক্য ব্যয়ে ওই রাগত চাহনি,
আমাকে ভোলায় আমার একলাপন থেকে - তোমাকে না পেয়ে।
স্বার্থপর আমি বড় - কি জানি কখন যেন
হয়ে গেছি তোমাকে ভালবেসে বেসে,
তোমার অকুন্ঠ ভালবাসা পেয়ে।
আমার চেতনায় সারা অনুভূতি জূড়ে শুধুই যে তুমি আর তুমি।


জানি তুমি ভাব - ' বদ্ধ একটা পাগল নাকি বেহায়া না বোকা '
সব বুঝেও না বুঝে আমিও যে একরোখা।
কখন যে এ'হৃদয়টাকে রেখেছি বন্ধক তোমারই পিঞ্জরে - আমি জানিনা!
কিছুতেই পারিনা ভুলতে তোমায় য়ামি যে বড্ড ভালবাসি
বয়ে যাই তোমারই স্রোতে আমি হয়ে বানভাসি,
পারিনা থাকতে একা তাইতো শুধু ডাকি -
------------------------------------
অমিতাভ (৯.১.২০১৬)