নিস্তব্ধ দ্বীপ্রহর , দগ্ধ স্তব্ধ দিন
ঘু ঘু ডাকা শুনশান একাকী মলিন ।
তরই মাঝে এক ফালি মৃদু সমীরন
কি বারতা দিয়ে যায় দখিনি  পবন ।

আনমনে বয়ে যায় , কি কথা সে বলে যায়
ক্লান্ত হৃদয়ে দেয় কোন সুখের পরশ !
শিহরন অকারন দেয় সমীরন
হৃদয়ের নিভৃতে একি ... মৃদু আলোড়ন ।


কে তুমি অনামিকা তুমি কোন মায়াবিনী
কি বারতা দিয়ে যাও ওগো কুহকিনী।
শিহরন অকারন দেয় সমীরন
হৃদয়ের নিভৃতে একি ... মৃদু আলোড়ন ।
==================
অমিতাভ (১১।০৪।২০১৪) ২-১৫