সবই তো রয়েছে দেখি অবিকল এক
যেখানে যেমন ছিল আগে
শুধু তুমি নেই পাশে  ,
বড় চেনা পৃথিবীটা -
বদলে গিয়েছে সেই সাথে!


কত রঙেই না সাজানো ছিল পৃথিবী আমার
তোমার - আঁচল ওড়ানো নীল
শাড়ি আর শরীরের ভাঁজে !
হলুদ প্রজাপতিরা উড়েছিল মেলে দিয়ে ডানা,
নেই তারা আজ আর সাথে!


নেই তুমি  নেই আর পাশে ...


বিষন্নতা বেঁধেছে বাসা দেহের ভিতর
আলোর পৃথিবীরে দেখি গিয়েছে হারায়ে
নিশ্ছিদ্র আঁধারে ওই রাতের গভীরে।
মৃত্যুর শব্দহীন কঠিন শীতলতা –
স্তব্ধ স্থবির করে রেখেছে আমারে ।


ক্রুশবিদ্ধ যিশুরে কেন দেখি বারে বার
বক্ষ হতে ঝরে  তার রক্ত অবিরাম
ভালবাসার তবে কী এই পরিনাম ?


তুমিতো গোপনচারী হয়ে
রও বহু দুরে ,
ক্লান্ত ,শ্রান্ত ,দীর্ণ আমি
একাকী এখানে ।
কে দেবে প্রশান্তি তার ব্যথিত হৃদয়ে -
এই আহত প্রহরে ?


তোমারেই খুঁজি তাই
ব্যর্থ হাহাকারে ,
একান্তে নিভৃতে বোবা -
নীরব ক্রন্দনে ।
===============
অমিতাভ (৭।০৬।২০১৪) ভোর ৬-০০ , বাড়ি