এ আমার বড়ই ব্যক্তিগত
জানিনা সে কি বিগত, আগত না অনাগত
তবে একান্তই ব্যক্তিগত।


নেই আর কোনও ভয় ওই আগামিরে
তিল তিল করে মরতে চাইনা যে আর
আগামির ওই অনিশ্চিৎ গহ্বরে।


তুমি কি বাইতে চাও ওই সাম্পান
নদীর চোরাস্রোতেরে করে আহ্বান
আগামির আলোকিত দিনে,
কিংবা নিশ্ছিদ্র অন্ধকারের কালের গহ্বরে ?
এসো তবে, নিশ্চিৎ অনিশ্চিতের তোয়াক্কা না করে
ঝাঁপ দেই সাগরের অজানা অতলে –
হোক না সে কৃষ্ণ, লোহিত কিংবা ভুমধ্য বা আরব সাগর !


মানিনা কোনও নিয়ন্ত্রন কিংবা নিয়তিরে
হোলোই বা ইতি কোনও আলোকবর্ত্তিকায়
কিংবা অন্ধকার কোনও গুপ্ত গহ্বরে ...


এসো তবে দুজনায় আজ করি অবগাহন –
অবলোকিত, আলোকিত নাহয় কালান্ধকারে - শুধু তুমি আর আমি,
এসো এই মুহুর্তটিকে করে তুলি স্বপ্নময় আলোকোজ্জ্বল।


এ আমার বড়ই ব্যক্তিগত
জানিনা সে কি বিগত, আগত না অনাগত
তবে একান্তই ব্যক্তিগত।
=====================
অমিতাভ (১৮.১.২০১৬)