একুশ মানে ভোর বেলাতে
প্রভাত ফেরির ঢ়ল,
একুশ মানে তাদের সাথে
আমরাও যায় চল।


একুশ মানে রক্তদিয়েই
বর্ণশিল্প আঁকা,
একুশ মানে শহিদ মিনার
ফুলের থালায় ঢ়াকা।


একুশ মানে বায়ান্নোতে
রক্ত ঝরার দিন,
একুশ মানে বাংলা ভাষার
গর্জে উঠার বীণ।


একুশ মানে রফিক,সালাম
হারিয়া যাওয়া ভাই,
একুশ মানে রক্তজবায়
দেখতে তাদের পাই।


একুশ মানে মায়ের মুখে,
ঘুম পাড়ানির গান,
একুশ মানে অটুট থাকা
বাংলা ভাষার মান।