আমাদের গাঁয়ের শত স্বপ্নে বোনা ছোট্ট ছোট্ট ঘরে
রাত্রী-দিন দুঃখ-সুখের রকমারী বৃষ্টি এসে যে পড়ে
সবুজ শ্যামল মাঠের প্রতিটি শিশির ভেজা ঘাসে
রোজ ভোরেতে সোনালী রবি মিষ্টি করে হাসে


আমাদের গাঁয়ের চারিপাশে কত যে মিষ্টি মধুর ফল
আরো আছে মাছে ভরা হাস্যোজ্জল পুকুরের জল
শুধু তাই নয় আরো যে আছে মন মাতানো কত না ফুল
যা পেলে কেউই ভাই আনিতে কভু করে না যে ভুল


আমাদের গাঁয়ের সব মাঠেতেই পাবে যে সোনালী ধান
সাঝ বেলাতে গাছের আড়ালে লুকিয়ে পাখিরা গায় গাণ
রাতের আধারে কানে ভাসে লুকায়িত ঝি ঝি পোকার শব্দ
এত কিছুর মাঝে হারিয়ে গিয়ে কেউ বা হয়ে যায় স্তব্দ


আমাদের গাঁয়ের যেথায় যাও মেলবে সবার ঠায়
রাখিবে সবারে অনেক যতনে কত না ভালবাসায়
সবেরে আমি জানায় স্বাগতম আসিতে আমাদের গাঁয়
আপন করিবে ক্ষনিকেয় সবেরে জড়াতে চির মায়ায়