তোমার ত্রিনয়ন দর্শনে মাগো
ত্রিভুবনের সব দোলে
তোমার কাজলঘন কেশ  তখন
স্নিগ্ধ  হাওয়ায় পালক খেলে l


তোমার রাঙা সিঁদুর মাগো
সিঁথিতে খেলে নারী
তোমার আঁচল হাওয়ায় মাদল
স্বর্ণ রৌপ্যর কারিগরি l


তুমি প্রকৃতি তুমি দশভুজা
জগতের শ্রেষ্ঠ আদি শক্তি
অসুর পিশাচ পায়না পার
সবেরে দাও মা তুমি মুক্তি l


অসুর বিনাশিনী তুমি জননী
তোমার কোমল পদতলে
ক্রূঢ় অসুর পায়না পার
ওদের নরকে দাও যে ঠেলে l


তোমার বাহন বনের রাজা
অসুরও ভয়ে দূরে যায় চলে
এক হুঙ্কার শত্রু  ছারখার
মাগো তোমারই মন্ত্রবলে l


মাথার ওপরে থাকেন সদাই
যোগী অনাদি ডমরুধর
ছাইমাখা বেশ জটাধারী কেশ
ত্রিশূলে তোমারই বর l


শরৎ যখন আসে মাগো
আগমনীর বার্তা নিয়ে বাতাসে
কাশফুল খেলে  হাসে  দুলে দুলে
শ্বেত পুঞ্জ মেঘ খেলে নীল আকাশে l


এখন চারিপাশে  কানে শুধু ভাসে
ভালোর  মুখোশ পড়ে হাসে রাক্ষসে
নব যুগে তুমি আবার ফেরো নবরূপে
ত্রিশূলে বধবে তাদের তীব্র আক্রোশে l


চারিদিকে শুনিযে শুধুই
নারীদের করুন হাহাকার
তাদের আশীষ করো তুমি মাগো
করো আজ তার স্পষ্ট প্রতিকার l


পুরোষো নেই যে সুখে
যে নারীকে আগলায় বুকে
সে পাখির তখন শুধু লালসায় মন
এবার করো তার পূর্ণ প্রতিকার
এবার  যেন হয় তার শান্ত সুমন l


তাই বলি মাগো যখন বাজছে শতেক ঢাকের নিনাদ
তখন মাথানত করে, করি করজোড়ে তোমার স্তুতি
দুহাতে ফুলে ভরে দিলাম এ অঞ্জলি, দিলাম আহুতি
যেন আজকেই হয়, আজকেই  হয় সবারই সুমতি l



###############🙏###############