হাসি বলেছে হেসে ,
আজ উঠোনে এসে -
ওগো নর আমার ঝরেই উড়বে !
আমি ছাড়া মন ,
হয় মলিন বরণ -
আমি ছাড়া ধরা পুড়বে l


শত রণের ক্ষণে ,
জ্বালা জাগে মনে -
মেটাতে-গোছাতে অমৃত সুধা কই ?
দেখো আমিই নন্দন ,
সব মনের স্পন্দন -
জীবনের ভালোর আলোকে বই l


হলে সমুদ্র মন্থন ,
হয় দেবা-সুরে রণ -
শুধু সাধতে আমায় সখা !
রিক্ত হৃদয় মাঝে ,
যদি বাঁশুরী বাজে -
যেন সে আমারি সুরের রেখা l


রাম বা রাবণ ,
কখনো সাজলে বারণ -
তবু এই বিশ্বে থাকবে জীবন !
আমি হলে ফাঁকি ,
দেবে যন্ত্রনা উঁকি -
ওরে- মনকে মারবে মরণ l