যদি যাত্রা পথের মাঝে-
হটাত্ বাধা আসে !
থমকে গিয়ে পেছিয়ে এলে -
সবাই যদি হাসে l


এর চেয়ে বরং বন্ধু এস -
এমন পথে যাই !
বাধা যেখানে আসবে নারে-
বাধার বালাই নাই l


সহজ পথে শুরু করে
কঠিন পথে নামি !
আলোর মাঝে চলতে থাকি
আঁধার এলে থামি l


কোনো সংকট আসবে না আজ
ভয় যেন না পাই !
বিপদ এলেও মাড়িয়ে যাব
যদি- চলতে শিখে যাই



রচনা কাল :- ১৯৯৮ জুলাই