ওগো উদার আকাশ, তোমায় সাবাস-
আহা ! কতো সুন্দর তুমি !
ওই নীল তনু, লাগছে কানু -
তাই, রাধা হতে চায় ভূমি l


কখনো কালো মেঘে কালা, হৃদয়ে জ্বালা
আর জ্বালাবে বিজলী বাঁশি !
বুঝি প্রেমে পরাজয় উর্বীর ভয় -
ঝড়ে উড়ে যায় হাসি l


যখোন রাতের বেলা, তারার মেলা -
জাগে জৌলুস জ্যোতি নিয়ে !
যেনো কৃষ্ণ বদন, পরে হেম আভূষণ-
বলে- বুকে এসো রাই প্রিয়ে l


দয়াল দরদী গগন, নও- অকৃপণ
যখোন-ই সোহাগ শ্রাবনে ঝরো !
শুধু সলাজে ধর্তি, আনবে আর্তি -
রাসেশ্বের ! রসেতে রুক্ষ বক্ষ ভরো l


তুমি হাসলে পূনম, সাজবে সনম-
জোছনার ওড়না জড়িয়ে ডাকবে !
হায় ! মনের মাধব, বড়ো বেয়াদপ-
কবে, বসুধার বুকের বিরহ নাশবে ?


শরতের তরুণী তোয়দ, বড়ো-ই আপদ
যেনো- সখী সহচরী শতেক !
তবুও ধরার ভাবনা, বিফলে যাবেনা-
ওরা- হারাবে মনের মরুতে একেক l


যেনো পরের ঘরণী, আজ ধরণী-
প্রেম পেয়েও পায়নি এখনো !
আমি সামান্য কবি, অযথা-ই ভাবি
দু'মন কিভাবে মিলবে কখনো ?



রচনা কাল :-   ২০১১ নভেম্বর