ও চাঁদ- তুমি, মেঘের ঘোমটায় মুখ ঢেকো না !
আমি- ভালবাসার গান আর গাইবো না l


তোমার রূপের আলোয় ভালবাসা ঝরে !
তাতে যদি কোনো পাগল মরে !
        তুমি কেনো পাবে বেদনা !
ও চাঁদ- তুমি, মেঘের ঘোমটায় মুখ ঢেকো না ....


ভালবাসা যদি বাসা-বাড়ি  হতো
       আমি মহল বানিয়ে দিতাম !
ভালবাসা যদি কোনো দান হতো
             আমি কাঙ্গাল হয়ে যেতাম l
ভালবাসা কোনো খেলা নয় প্রিয়া
                ভালবাসা নয় ছলনা !
কেনো অবুঝ মন বোঝেনা
               ভালবাসা চির সাধনা l
ও চাঁদ- তুমি, মেঘের ঘোমটায় মুখ ঢেকো না...


প্রেমিকের মন, কোনো মৌমাছি নয়-
               যার, ফুলের মধুতে নেশা !
তোমার আশা- মনে, আনে হতাশা -
                আজ, আমার করুণ মরণ দশা l
বুকের মাঝে যতো স্বপ্ন ছিলো -
               সব, মরীচিকা হয়ে গেছে !
দূর থেকে সব সত্যি লাগে
              কাছে গেলে যায় মুছে l
না না তুমি আলেয়ার আলো হয়ো না !
ও চাঁদ- তুমি, মেঘের ঘোমটায় মুখ ঢেকো না .....
              
                        ....