ভাবি দম্ভকে আমি দীক্ষা দিয়ে
জয়ের পথেই রই !
কিন্তু প্রতিকার হয় কই ?


যখন মনের মাঝে বিস্ফোরণ !
আচমকা হয়, বুকেই উদ্ঘাটন -
মনেহয় হোক প্রলয়, হোক প্রচন্ড চিত্কার !
সব নষ্টকে জ্বালিয়ে দিক সত্যের ধিত্কার l
নক্ষত্রে, নক্ষত্রে- মহাবিশ্বে হয়ে যাক সংঘাত !
প্রতিটা পাশবিক আঘাতে লাগুক প্রতিঘাত l
এত অনাচার কেমন করে সই ?
কিন্তু প্রতিকার হয় কই ?


যখন হাসিকে হারাই- নকল কান্না মোছাতে !
মনে মনে মরি, মনকে বোঝাতে গোছাতে l
আর, দেখি- আমারই সহায় করছে অসহায় !
বারণের বাঁধ ভেঙ্গে, প্লাবন আসতে চায় !
সাধ হয় সবশেষ হোক, যাক সব রসাতলে !
চেতনা সত্তা পৃথিবী ডুবুক অতল তলে l
তখন বুকের মাঝে দহন, নিরবে কষ্টে রই !
কিন্তু প্রতিকার হয় কই ?


এমন অনেক প্রতিরোধ হীন হিংসা !
বোধ করি ক্রোধ, চাই জিঘাংসা l
অনেক না বলা যন্ত্রণা-
নেই যার সত্যি কোনো সান্তনা l
চুপচাপ .....
প্রতি নিশ্বাসে ব্যথার বোঝা বই !
কিন্তু প্রতিকার হয় কই ?