বীভৎস বহ্নি জ্বেলে চোখে মুখে !
হিংসার ধ্বংস আনো সত্য শান্তির সুখে l
জ্বলন্ত জীবন যেন ছাই হওয়া কয়লা !
রূপ গুণহীন মন্দ মলিন ময়লা l


বিনাশের রণ মরণ ঘটায় উল্লাসে !
একরাশ সর্বনাশ, সব কিছু নাশে হেসে l
জগৎ জুড়ে চলছে লড়াই ক্ষয়ের !
জীবন হাসে- জীবন মেরে, গায় জীবনী শক্তি জয়ের l


পারাবারের পাড়ে - ওই দেখো আজ চেয়ে !
আসছে জলোচ্ছ্বাস অট্ট হাসিতে ধেয়ে l
আঘাতে আঘাতে ভেঙে দেবে তট রেখা !
কোনো ইতিহাসে কোনোদিন থাকবেনা লেখা l


মহাকাশে গ্রহরা ত্রাসে আসছে ধূমকেতু উল্কা !
কখন কি হয় মনে মহাভয় বুকে শঙ্কা l
বিপর্যয়ের বিভীষিকা তোলে লেলিহান শিখা !
ছোট্ট একটা গ্রহকে আর যায়নি দেখা l


কখনো দুরন্ত ঝড় - প্রান্তর উড়িয়ে আসে !
স্বপ্নের বাসা, বাঁচার আশা- ঘূর্ণি বাতাসে ভাসে l
তুফান তড়িত তাণ্ডব তুলে আনে বর্ষা ধারা !
এ জলদের জল নয়- দুঃখীর নয়ন ধারা l


মননশীল মানুষ হয়ে- কেন ধ্বংস যুদ্ধে মাতো ?
অকর্মের অধর্ম ফেলে আজ সৃষ্টিতে হও রত l
বিনাশ হীন বিপ্লব চাই খাদ্যে আর পথ্যে !
যতো অভাগার ভাগ্য হও সন্দেহ হীন সত্যে l


তৃষ্ণার্তের তৃষ্ণা ভরে আর্তের আঁসু চাও !
নেই এর বুকে নতুন করে দাও এর দীক্ষা দাও  l
এই যুদ্ধ প্রকৃত যুদ্ধ কখনো নাহয় বন্ধ !
মৃত বিবেক- জ্ঞানী ভাবলে, তুমি তো সত্যি অন্ধ !!