ওরে প্রেম কি আর পাঁপড় ভাজা
গরম তেলে দিলেই হলো !
রোজ চায়ের দোকানে বসে মাপছি
কতো এলো কতো গেলো l


তুই কালকের ছোঁড়া অকালপক্ক
ওঠেনি ভালো গোঁফ l
নব নায়ক সেজে নবাবী করিস
পার্কে খুঁজিস ঝোপ l


যখনই দেখি হেড-ফোনটা কানে
ফোন কল কী ফ্রি !
একদিন ধরে ঘা কতক দিলেই
বুঝবি প্রকৃত শিক্ষা কী !


রাস্তায় দু-তিনটে বান্ধবী ঘোরে  
কলেজেও কিছু বাঁধা l
আছে ফেসবুকেতে কতো প্রেমিকা  
নেটেও কিছু রাধা l


বই-খাতাতে কী লেখা ভাই
সব কী পেরেম শায়রী !
তাই কী যখন কলেজে যাস
থাকে একটা মাত্র ডায়েরি ?


ভাবছিস কেমন আধ-পাগল বুড়ো
একটা বাতুল বকছে l
ভাই অনেক ঠেকে ঠেক খেয়েছি
দেখতে পারিনা কেউ ঠোকছে l


আমি পাড়ার কেউ-কেটা নয়
নয় রে নতুন দাদা l
এখন সর্বশিক্ষা অভিযান শেষ
এবার ধরবো গাধা l


রাজনীতি আর প্রেম প্রেম করে
গোল্লায় গেলো দেশটা !
ওরে আমার তবু শেষের সময়
তোরা কী দেখবি শেষটা ?


একটা মনে একজন-ই ভালো
বেশি হলেই ভুল l
বাবা ঘর-সংসার করবি যখন
চোখে দেখবি সর্ষেফুল l