ঈশ্বর তুমি ঐশ্বরীয় করুণা ঐশ্বর্য্যে অপার l
মায়ের মমতা মহান ক্ষমতা, তোমার থেকেও বেশুমার l
মা কখনো দান চায়না চাল কলা আর ফুল l
তোমার যজ্ঞে প্রানের আহুতি সংস্কারের ভুল l
তুমি সত্য সনাতন, মিথ্যাতে নেই ভক্তি l
মায়ের মন কেঁদেও হাসায় এমনই অসীম শক্তি l


নিজেকে নিঃস্ব করে- ভরায় স্নেহের ঝুলি l
মা ডাকেতেই মন খুশি, চায়না শঙ্খ তালি l
তুমি যদি অমান্য হও- ধর্মে আঘাত লাগে l
মমতাময়ী মরে গিয়েও- আশীষ হয়ে জাগে l
চিরজাগ্রত তাঁর প্রতিমা, না ডাকলেও সাড়া মেলে l
তোমার মত পুড়িয়ে সোনা ? না না নিজেই যায় জ্বলে !
তোমার শাপে সর্বনাশ, অপরাধের নেই মাফ l
জননীর শাপে স্বর্গ মেলে, আশীর্বাদের হয় না পরিমাপ l
যেই আত্মজ ছেড়ে চলে গেছে,  তার দোরে পড়ে মন l
তোমার সঙ্গে স্বর্গে বাস, শুধু তোমার দোরেই ধন l


তোমার বেদীতে ফাটিয়ে মাথা, কোথায় সাড়া মেলে !
বাছা যদি একটু কাঁদে- মা বুকে তোলে সব ফেলে !
মায়ের আপন অংশ থেকে হয় সন্তান সৃষ্টি l
তোমায় ভক্তি আর ভক্তই গড়ে, চিরকালীন কৃষ্টি l


মা ও তোমার অনেক প্রভেদ, মিল মনে হয় স্বরূপে l
মা ও তুমি কায়া ও ছায়া, একজন-ই দুই রূপে l